Should judge a person by their exterior?

আবার প্রায় আড়াই বছর পর শ্রেনীপাঠ্যক্রমে অংশ নিয়েছিলাম, একাদশ শ্রেনীর ২য় দিনের ক্লাস চলছে।

বাংলা শিক্ষক জহির স্যার ক্লাসে ধুকেই, "তোরা আমার নাম হয়ত ইতিমধ্যে জেনে ফেলেছিস আর যারা জানিস না তারাও খুব তারাতারি জেনে ফেলবি। তবে যেটা জানা খুব জরুরি সেটা হল কলেজে এবং আমার ক্লাসে ডিসিপ্লিন ঠিক রাখতে হবে, অন্যথা এমন প্রহার করিব যা বলার মত নহে। এখন অনেক হল ডিসিপ্লিন এর ব্যাপার এবার পাঠ্যবিষয় নিয়ে আলোচনা করা যাক। আমি আর তবারেকা আপা তোদের বাংলা পড়াব।"

আমি ততক্ষনে স্যার এর ব্যাপারে নেগেটিভ দৃষ্টিভঙ্গি তৈরি করে ফেলেছি, তুই করে বলা ব্যাপারটা কারণ অন্য সব স্যার খুব বিনয়ের সাথে কথা বলেছিলেন এবং প্রথম ক্লাসেই মারামারির ব্যাপাটার জন্য।

এরপর স্যার "আমি যেই অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা আমি সম্পূর্ন করব এবং আপা অন্য একটি নিয়ে আলোচনা করবেন। (ক্লাস এর সময় শেষ) আজ তাহলে এখানে শেষ আগামি ক্লাসে আমি তোদের 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতা দিয়ে শুরু করব।

পরের সাপ্তাহে স্যার আবারও ক্লাসে। এসেই কি পড়ানো হয়েছে জানতে চাওয়ায় সামনে থেকে জবাব দিল 'স্যার আজ 'বিভীষণের প্রতি মেঘনাদ' শুরু করবেন বলেছেন।

স্যার,'আমি শুরু করব, তবে এর আগে বলতে চাই এটি একটি জটিল শব্দগত কবিতা তাই আমি আগে একবার পুরোটা পড়ে শুনাব তার পর লাইন বাই লাইন বুঝাব। তার ও আগে আমাদের একটু পিছনে জানতে হবে। তবে আমি যা ই বলব বুঝে আসুক আর না আসুক তোরা হা করে শুনবি শুধু'।

বলতে ভুলে গেয়েছি স্যার তার আগের ক্লাসে মাইকেল মধুসূদন দত্তের জীবনী আলোচনা করেছিলেন।

অতঃপর স্যার রামায়ণের সীতা হরণ এর ব্যাপারে শুনালেন তারপর এই কবিতায় মধুসূদন দত্তের চিন্তা ধারনা ব্যাক্ত করেলেন, এরপর পুরো কবিতা আবৃতি করে শুনালেন এবং পরে লাইন বাই লাইন বুঝালেন ।

সেই দিন এর পর থেকে স্যার এর ব্যাপারে চিন্তাভাবনা তো পরিবর্তন হয়েছেই সাথে মধুসূদন দত্তের লেখা আর চিন্তাভাবনার ব্যাপারেও খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গি চলে এসেছিল।

এরপর থেকে স্যার এর ক্লাস গুলে করার সময় মনের অজান্তেই হা করে শুনতাম। HSC শেষ অনেক দিন, হয়ত স্যার আমার নাম মনে নেই অথবা জানেন ই না, তবে স্যার এর সাথে দেখা হলে সালাম জানালে স্যার এর পক্ষ থেকে উত্তর আসে "কিরে BCIC TV"।

বলা বাহুল্য যে, আমার ছাত্র জিবনের বাংলার সবচেয়ে প্রিয় লেখক এর জিবনী 'মধুসূদন দত্ত' এর এবং কবিতার মধ্যে তার লেখা 'বিভীষণের প্রতি মেঘনাদ', আর কলেজ জীবনের সবচেয়ে পছন্দের শিক্ষকদের মধ্যে সবার প্রথমে Jahirul Islam Jewel স্যার।



#BCICCollege #Dhaka #Bangaldesh #TarequlIslamMizan







Comments