The way to know a true friend! সত্যিকারের বন্ধু চেনার উপায়।
আমি অবশ্যই Fahim কে ধন্যবাদ জানাতে চাই। এসএসসি’র সময় ভাই আমার পাশেই ছিলো।
সাধারণ গনিত পরীক্ষার দিন ওর খাতা দেখে একটা অংক তুলতেছিলাম, কোথা থেকে স্যার এসে ওর খাতা টান দিয়ে নিয়ে গেলো এবং ওকে দাড়া করায় রাখলো।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বেপার এই যে, ভাই দারিয়ে থাকা অবস্থায় আমাকে বাকি অংশটুকু বলে দিয়েছিল এবং আমি তা খাতায় তুলেছিলাম।
মজার বেপার হলো, ও কমার্স এ ছিল তাই ক্লাস এ হয়ত আমাদের কথাও হয়নি কখনো তবে এসএসসি র সাধারণ গনিত পরীক্ষার আগের দিন গুলোতে আমাদের মধ্যে যেই বন্ডিং হয়েছে সেটা আমি ওই সময়ে পিছনের বিগত ২/৪ বছরে এক সাথে চলা মেইটদের সাথেও পারি নাই।
তাই আমি এটা খুবই বিশ্বাস করি যে, প্রকৃত বন্ধু চিনার আরও একটি অন্যতম যায়গা পরীক্ষা হল।
Comments
Post a Comment