Happy Birthday to Faruq Mahfuz Anam (Nagarbaul James)

স্পষ্ট মনে আছে। ২০০৪ তখন ২য় শ্রেণিতে পড়ি 'নাহার একাডেমী উচ্চ বিদ্যালয়' এ। ২য় শ্রেণির বার্ষিক পরিক্ষার শেষ দিন, মৌখিক পরিক্ষা ছিল স্কুল এ। 

আমরা স্কুল তিন তলার কোন এক রুমে অপেক্ষা করছি এবং বিপরীত রুমে ২/৩ জন শিক্ষক পরিক্ষা নিচ্ছেন। এক জন করে ভিতরে ডাকছেন আর সে বাহির হওয়ার পর অনেকে তাকে জিজ্ঞাসা করছে কি প্রশ্ন ধরতেছে। 

অনেকক্ষন পড় আমার রোল ডাক পড়ল। রুমে ঢুকাবার অনুমতি দিল এবং বসতে বলল। 

অতঃপর নাম জিজ্ঞাস করল, খাবার খেয়েছি কিনা জানতে চাইল। এরপর স্যার প্রশ্ন করল (হাতে খাতা এবং আমার চোখ থেকে লেখা আরালে রেখে) 

"আচ্ছা মনে করো একটা গাছে ১৭ টা পাখি বসে আছে,  একটা শিকারি এক গুলি করে ২ টা পাখি শিকার করল এখন তোমাকে বলতে হবে গাছে আর কয়টি পাখি আছে?"

সত্যি বলতে আমি হাত ব্যাঞ্চ এর নিচে নিয়ে প্রায় ৪/৫ সেকেন্ড ভাল ভাবে হাতের কড়া গুনে উত্তর দিলাম "১৫ টি থাকবে স্যার।"

দেখলাম স্যার কিছু বলল না এবং স্যারের হতের খাতায় কি যানো একটা লিখল।  


এরপর ম্যা'ম প্রশ্ন করলঃ


গান শুনো?

- জী ম্যা'ম।  


রবীন্দ্রসংগীত না নজরুলগীতি শুনো?

- ম্যা'ম 'জেমস'।


সেটা বলি নি। বলেছি রবীন্দ্রনাথ এর লেখা গান শুনো নাকি কাজী নজরুল ইসলাম এর লেখা গান শুনো?

- ম্যা'ম আমি শুধু 'জেমস' এর গান শুনি।


আচ্ছা ব্যান্ড এর গান। কোথা থেকে শোনো?

- মুন্না আব্বুর রুমে। 


মুন্না আব্বু কে?

- মুন্না আব্বু? মুন্না আব্বু ই। 


কোন গানটা তোমার বেশি ভাল লাগে?

- জাকানাকা দেহ দোলানা


আর?

- লেস ফিতা


আচ্ছা।  আর কারাও গান শুনো না? 

- না।  খালি জেমস এর শুনি। 


হুম!! এখন থেকে রবীন্দ্রসংগীত না নজরুলগীতি ও শুনবা এগুলাও অনেক সুন্দর গান।

- জী ম্যা'ম।


আচ্ছা যাও। পরের জনকে পাঠিয়ে দাও। 

- আসসালামু আলাইকুম।


যতটুকু মনে আছে এখন পর্যন্ত এটাই আমার বেষ্ট মৌখিক পরিক্ষা ছিল।  


স্যার এর প্রশ্নের সঠিক উত্তর নিজে নিজেই বের করেছিলাম যদিও আরো ২/৩ বছর লেগেছিল ভুলটা বের করতে যে, গুলির শব্দে বাকি পাখি গুলো উড়ে চলে যাবে আর গাছে একটাও অবশিষ্ট পাখি থাকবে না। সেদিন মনে হয়েছিল আমি বড় হচ্ছি।  


তবে একটা ব্যাপার আজও আগের মত রয়ে গেছে ভাল লাগার গায়ক 'জেমস'। তখন হয়ত গানের 'গ' ও বুঝতাম না।


মুন্না আব্বু (ছোট চাচা) যখন তার হাত পা টেপানো এবং মাথার চুল টেনে দেয়ার জন্য আমাকে আর আমার বড় চাচার ছেলে কে রুমে ডাকত আর তার Panasonic 'ক্যাসেট প্লেয়ার' এ জেমস এর গান বাজত সেই থেকে ভাল লাগাটা এখনও পর্যন্ত  রয়ে গেছে। 


যদিও এখন গানের মিউজিক থেকে লিরিক এ গুরুত্ব দেই বেশি। এরপরও তিনি একজন যার সবগুলা গানই আমার প্রিয় সেই তখন থেকে। 


আর গান এর লিরিক বুজবার পর থেকে আরের টা ব্যান্ড Aurthohin। যার সব গান এ আমার মোস্ট ফেভারিট কেননা Bassbaba - Sumon এর লিরিক গুলা, শুধুমাত্র...  যাইহোক সেটা অন্য কথা।


ও মুন্না আব্বুর রুমে হাসান, এল আর বি, আয়েব বাচ্চু এদের গানও বাজতে শুনা যেত।  তবে আমি আর আমার চাচাত ভাই রুমে গেলে জেমস এর গান ছাড়তে বললে মানা করত না। চাচাতো ভাইকেই দিয়েই ক্যাসেট পরিবর্তন করাতো। 


মুন্না আব্বুর হাত-পা টিপে দিতে দিতে মুন্না আব্বু আর ফাহিম ঘুমিয়ে যেত এক সময়। আর আমি সেই সুযোগ বুজে মুন্না আব্বুকে না বলেই আমাদের রুমে চলে আসতাম। xD 


এইই ঘটনাটি লেখার কারণ বলতে, এমনিই অনেক আগেই চিন্তা ছিল নোট করার কিন্তু হয়ে উঠে নি। তাই আজ লিখেই ফেললাম। এছাড়াও আজ Faruq Mahfuz Anam (Nagarbaul James) এর জন্মদিন।

#FaruqMahfuzAmanJames #NagarbaulJames #Bangladesh 



Comments

Post a Comment