"হারামজাদিI তোর জন্যই পরছি"। 😠
তখন ৬টা ৩০ বাজতেছে কোন একটা কারনে বাহিরে যেতে হচ্ছে, প্রায় সন্ধাও হয়ে যাচ্ছে।
আমাদের বাসার রাস্তা পার হতেই বামের গলিটা দিয়ে সোজা যাব। সাথে পথচারী হিসেবে দুইটা বাচ্চা মেয়েকে পেলাম, ওদের বয়স বড়জোর ৪-৫ এর বেশি হবে না। রাস্তায় সামনে ৭০ কদমের ভিতর আর কেও নেই। আর আমি বাচ্চা গুলোর পিছে পিছেই হাটতেছি। 😁
হুট করেই শব্দ করলাম (একটু জোরে 🔉) "ম্যাও" 😸। বাচ্চা গুলা আশে পাশে আওয়াজ এর উৎস খোজা শুরু করল, আমিও কিছু শুনিনি এবং ভদ্র পথচারীর মত ভান ধরে সোজা সামনে তাকিয়ে তাদের পিছু পিছু হাটছি। 😝
৫/৬ কদম সামনে যেতাই আবার ও আওয়াজ করলাম "ম্যাও" 😸। এবার ২টা বাচ্চার ১ টা আমার দিকে তাকিয়ে আবারও আওয়াজ এর উৎস খোজা শুরু করল। ৪/৫ কদম হাটতেই এবং কিছু না পেয়ে পাশের জনকে বলল "গরুর"🐮 ডাক কই থেকে আসে!!
মানে কি!! 💭 আমি এত সুন্দর করে বিড়াল এর ডাক দিলাম (আমি ভাল ডাক দিতে পারি এটা আমার মনে হয়) আর ওরা সেটা "গরুর"🐮 ডাক মনে করল। আচ্ছা তবে এবার একটু জোরে এবং আরো স্পষ্ট করে আওয়াজ করব। :/
চিন্তা করতে করতে ১০/১২ কদম সামনে যেতেই একটা লন্ডির দোকান এবং এর আঙিনায় যাওয়ার আগেই (একটু জোরে 🔊) "ম্যাও"😸।
ওমা সাথে সাথে বাচ্চা দুইটা ভয়ে দৌড় দিতে গিয়ে একটার পিছে আরেকটা ঠাস করে রাস্তায় পরে গেছে। 😅
পাশে দোকানদারও পরে যেতে দেখেছে, আমি পিছেই ছিলাম তাই তাড়াতাড়ি করে নিচ থেকে উঠিয়ে দেই আর শান্তনা বানি হিসেবে "কিছু হয়নি ভাইয়া, ঠিক হয়ে যাবে" 😝।
সাথে সাথে মেয়েটি ওর সাথেরটাকে লক্ষ করে "হারামজাদিI তোর জন্যই পরছি"। 😠
বেপার টা মজার হলেও কেন জানো মনে হচ্ছিল পরোক্ষ ভাবে বকাটার পাওনাদার আমিই ছিলাম। 😅
tb ✍️ 22 April, 2018
Comments
Post a Comment